মা তুমি আসবে বলে
ঝরেছে কত ফুল নিশি ভোরে।।
মা তুমি আসবে বলে
আগমনী গান গাই সুরে সুরে।।
মা তুমি আসবে বলে
পূব আকাশ সিঁথির সিঁদুর দিয়ে।।
আলতা পেড়ে সাদা শাড়িয়
দাঁড়িয়ে আছে দুয়ারে।।
পুষ্প ধুপ প্রদীপ শঙ্খ বাজিয়ে
তোমার অপেক্ষায় রত।।
মা তুমি আসবে বলে
ফুটেছে কাশ পদ্ম সারি সারি কত।।
Tags:
বাংলা কবিতা

সুন্দর
ReplyDelete